ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

টাঙ্গাইলে বাস উল্টে নিহত ৫

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬ , ১১:০৫ এএম


loading/img

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় বাস উল্টে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৯ জন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন আসমা (৪০), মমিনুর (৪১), আসাদুল (১৫), রিপন (৩০) ও সুমন (৩৫)। তাদের সবার বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে।

শুক্রবার ভোরে মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলি নামক স্থানে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলাম জানান, লালমনিরহাটের পাটগ্রামে একদল পোশাক শ্রমিক ঈদের ছুটি কাটিয়ে প্রভাতী-বনশ্রী পরিবহনের বাসে করে গাজীপুরের সফিপুরে ফিরছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত‌্যু হয়।

আহত অবস্থায় ২০ জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেলে নেবার পথে আরো দু’জনের মৃত‌্যু হয় জানান জাহাঙ্গীর।

এসএস /

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |